উপজেলা পরিসংখ্যান কার্যালয়, বিয়ানীবাজার, সিলেট বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর মাঠ পর্যায়ের অধীনস্ত একটি শাখা অফিস হিসেবে মাঠ পর্যায় থেকে সকল ধরনের শুমারি-জরিপের মাধ্যমে তথ্য সংগ্রহের কাজ করছে। উপজেলা পরিসংখ্যান কার্যালয়, বিয়ানীবাজার, সিলেট-এর উপজেলা ওয়েবপোর্টালে-এ স্বাগতম। এই ওয়েবসাইট-টি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এটি শাখা অফিস হিসেবে উপজেলা পরিসংখ্যান কার্যালয়, বিয়ানীবাজার, সিলেট-এর বর্তমান কার্যাবলী এবং তথ্য সংরক্ষণের একটি প্রদর্শনী স্থান। আপনার কাঙ্খিত তথ্য খুঁজে পেতে পৃষ্ঠা ও লিঙ্ক গুলির মাধ্যমে ব্রাউজ করুন। ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের পর বাংলাদেশে সঠিক পরিকল্পনা প্রণয়ন, উন্নয়ন ও অগ্রগতি পর্যবেক্ষণে পরিসংখ্যানের গুরুত্ব উপলব্ধি করে বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদূরপ্রসারী চিন্তাধারার ফলশ্রুতিতে ও তাঁর দিক-নির্দেশনায় ১৯৭৪ সালের আগস্ট মাসে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে থাকা ৪টি পরিসংখ্যান অফিস (পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন পরিসংখ্যান ব্যুরো, কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি পরিসংখ্যান ব্যুরো ও কৃষি শুমারি কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আদমশুমারি কমিশন)-কে একীভূত করে সৃষ্টি করা হয় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। আর এর ধারাবাহিকতায় পরবর্তীতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তার কাজকর্ম বাস্তবায়নের জন্য ঢাকা হেড অফিসসহ মাঠ পর্যায়ে ৪৮৩টি উপজেলা কার্যালয় স্থাপন করে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস