Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

উপজেলা পরিসংখ্যান কার্যালয়, বিয়ানীবাজার, সিলেট বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর মাঠ পর্যায়ের অধীনস্ত একটি শাখা অফিস হিসেবে মাঠ পর্যায় থেকে সকল ধরনের শুমারি-জরিপের মাধ্যমে তথ্য সংগ্রহের কাজ করছে। উপজেলা পরিসংখ্যান কার্যালয়, বিয়ানীবাজার, সিলেট-এর উপজেলা ওয়েবপোর্টালে-এ স্বাগতম। এই ওয়েবসাইট-টি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এটি শাখা অফিস হিসেবে উপজেলা পরিসংখ্যান কার্যালয়, বিয়ানীবাজার, সিলেট-এর বর্তমান কার্যাবলী এবং তথ্য সংরক্ষণের একটি প্রদর্শনী স্থান। আপনার কাঙ্খিত তথ্য খুঁজে পেতে পৃষ্ঠা ও লিঙ্ক গুলির মাধ্যমে ব্রাউজ করুন। ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের পর বাংলাদেশে সঠিক পরিকল্পনা প্রণয়ন, উন্নয়ন ও অগ্রগতি পর্যবেক্ষণে পরিসংখ্যানের গুরুত্ব উপলব্ধি করে বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদূরপ্রসারী চিন্তাধারার ফলশ্রুতিতে ও তাঁর দিক-নির্দেশনায় ১৯৭৪ সালের আগস্ট মাসে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে থাকা ৪টি পরিসংখ্যান অফিস (পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন পরিসংখ্যান ব্যুরো, কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি পরিসংখ্যান ব্যুরো ও কৃষি শুমারি কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আদমশুমারি কমিশন)-কে একীভূত করে সৃষ্টি করা হয় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। আর এর ধারাবাহিকতায় পরবর্তীতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তার কাজকর্ম বাস্তবায়নের জন্য ঢাকা হেড অফিসসহ মাঠ পর্যায়ে ৪৮৩টি উপজেলা কার্যালয় স্থাপন করে।